বিস্তারিত
অত্র চরগিরিশ ইউনিয়নের শতকরা ৯০ জন লোক কৃষক। অত্র ইউনিয়ন টির মধ্য দিয়ে যমুননিদী প্রবাহিত হওয়ায় প্রতি বছর বন্যা হয় এবং প্রায় সকল জমিতেই পলি মাটি পরে ফলে জমি গুলো খুবই উর্বর হয়। ফলে জমিতে অধিক ফসল ফলে । আবাদী ফসলের মধ্যে প্রধান ফসল গুলো হল মরিচ ,ধান ,পাট,ভুট্রা, কালাই ,গম, ইক্ষু বাদাম ইত্যাদী। এছাড়া ও প্রচুর পরিমান শাক সবজি ও বিভিন্ন প্রকার ছজ জাতীয় ফসল উৎপাদন হয়। তাছাড়া মসলা জাতীয় ফসল ও উৎপাদন হয়ে থাকে যেমনঃ পেয়াজ, রসুন ,আদা শলুক,ধুনে পাতা ইত্যাদী ।