Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

যোগাযোগ প্রধান রাসতা কাচা রাস্তা ৬৪ কিঃমিঃ পাকা রাস্তা ৩ কিঃমঃ

নদী পথ ৪ কিঃমিঃ

 

একনজরে ৮নং চরগিরিশ ইউনিয়নের যোগাযোগব্যবস্থা সম্পর্কে ধারনা।

 

সিরাজগঞ্জ জেলার অন্তরগত কাজিপুর উপজেলাধীন চরাঞ্চলের মধ্যবর্তি কড়াল গ্রাসী যমুনা নদী দ্বারা দ্বিধাবিভক্ত ভৌগলিক সীমানা বেষ্টিত চরগিরিশ ইউনিয়নের অবস্থান। ইউনিয়নটির উত্তরে ১২নং মনসুরনগর ইউনিয়নের দক্ষিন সীমানা দক্ষিন ছালাল,পূর্বে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পশ্চিম প্রান্ত তারাকান্দী সারকারখানা পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট,দক্ষিনে নিশ্চিন্তপুর ইউনিয়নের উত্তর সীমানার চরজগন্নাথপুর গ্রাম এবং পশ্চিমে নাটুয়ারপাড়া ইউনিয়নের খাসশুড়িবেড় ও পূর্বরেহাইশুড়িবেড় বেষ্টিত চরগিরিশ ইউনিয়ন। ইউনিয়নের শিক্ষা,কৃষি,চিকিৎসার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার সমসাময়িক অবস্থা বিদ্যমান। এলাকার ভৌগলিক অবস্থানের ভিত্তিতে গ্রামীন সড়কে রিকশা ,ভ্যান,শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি এবং বর্ষাকালীন সময়ে নৌকায় যাতায়াত করিতে হয়। এক্ষেত্রে স্থানীয় জনসাধারনের দৈনন্দিন চলাচলের তেমন কোন জটিল প্রভাব পরে না কিন্তু জরুরী চিকিৎসার প্রয়োজনে,জেলা ও উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে অধিক সময় ও অর্থ ব্যয় করতে হয়। জেলা,উপজেলা সদর ও পার্শ্ববর্তি এলাকা হতে চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন গ্রাম পর্যায় গমন ও বহির্গমনের ক্ষেত্রে বিচিত্র ও অর্থ ব্যয়ের অভিজ্ঞতায় পরতে হয়। চরগিরিশ হইতে রিকশা,ভ্যান,ভটভটি ও মটর সাইকেলযোগে নাটুয়ারপাড়াঘাট হইতে নৌকায় মেঘাই ঘাটে নামিয়া তিন কিলোমিটার দুরে উপজেলা সদর ও এক কিলোমিটার দুরে থানায় যাওয়া যায় এবং একই পথে মেঘাই বাজার হইতে দক্ষিন দিকে সিরাজগঞ্জ জেলা সদর হইয়া রাজধানী ঢাকা এবং পশ্চিম দিকে শেরপুর,বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। ইউনিয়নের অভ্যান্তরিন সড়ক যোগাযোগের মধ্যে নাটুয়ারপাড়া ইউনিয়নের পূর্ব প্রান্ত গুলের মোড় হতে চরগিরিশ,ভেটুয়া মোড় হইয়া নিশ্চিন্তপুর ইউনিয়নে যাতায়াত করা যায়। একই ভাবে ভেটুয়া মোড় হইতে নৌকা যোগে তারাকান্দী সারকারখানা,পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট,সরিষাবাড়ী হইয়া দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায়। ভেটুয়া মোড়ের নৌকাঘাট পার হইয়া পূর্ব প্রান্তের চরডগলাশ,সিন্দুর আটা চরের মধ্য দিয়া রঘুনাথপুর বাজার হইয়া সরিষাবাড়ী সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায়। অপরদিকে চরনাটিপাড়া কেয়ার রাস্তার পার্শ্বে অবস্থিত চরমোমিন স্কুলের পশ্চিম পাশ দিয়া উত্তরদিকে চরগিরিশ-ছালাল খেয়াঘাট পার হইয়া শালদহ,মাজনাবাড়ীসহ মনসুরনগর ইউনিয়নের ব্রাম্মনজানী বাজারের মধ্যদিয়া বয়ড়া ব্রীজ পার হইয়া সরিষাবাড়ী জামালপুর সহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করা যায়। এসকল ক্ষেত্রে নাটুয়ারপাড়া হইতে ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে ভেটুয়া মোড় হইয়া নিশ্চিন্তপুরইউনিয়নের মধ্যদিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মেছড়া ও রুপশার হাট পর্যন্ত যাতায়াত করা যায়। ভেটুয়াঘাট পার হইবার পর রঘুনাথপুর,রাজনাথপুর,গুয়াখড়া হইয়া সরিষাবাড়ী যাতায়াতের ক্ষেত্রে ভাড়ায় চালিত মটর সাইকেল ছাড়া কোন বিকল্প নাই। অবশ্য ভাড়ায় চালিত মটর সাইকেল চালকদের আন্তরিকতা ও সহযোগিতা অত্যান্ত সৌহার্দ ও মানবিক বলে মনে হয়।সর্বপরি দুর দুরান্ত থেকে আগত অতিথীদের এভাবেই যাতায়াত করিতে হয়। যদি কোন অতিথী ব্যবসা,বানিজ্য,শিক্ষা,ধর্মীয়,বিনোদন কাজের জন্য প্রাকৃতিক সৌন্দর্য্য ঘেরা এই চরাঞ্চলে আসেন তাহলে এভাবেই আসতে হবে।